কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে অবস্থিত " বাংলাদেশ ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র" টি । কেন্দ্রটির পূর্ব দিকে পদ্মা নদী ও পুর্ব দক্ষিন দিকে হাডিং ব্রিজ এবং লালন শার্হ সেতু অবস্থিত। কেন্দ্রটির পুর্ব দিকে ভেড়ামারা-জুনিয়াদহ সড়ক।
বিদ্যুত কেন্দ্রটি দেখার জন্য দুর দুরান্ত থেকে দর্শনার্থী আসে। এখানে আসতে হলে বাস বা ট্রেনে ভেড়ামারা নামতে হবে। এরপর সিএনজি বা অটোরিক্সা যোগে রামকৃষ্ণপুর গ্রামে মেইন রোড থেকে মাত্র পাঁচ মিনিটেই " বাংলাদেশ ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র" টির মেইন গেট পাওয়া যাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস