বামনী দহ লেক এক সময় পদ্মা নধীর শাখা বা প্রশাখা ছিল । কালের বির্বতনে তা বিছিন্ন হয়ে বামনিদহ লেকে পরিণত হয়েছে । এটি ভেড়ামারা-রায়টা মেইন রাস্তার ধারেই। এখানে মাচ চাষীরা মাচ করে থাকে। এখানকার স্থায়ী বাসিন্দারা এই লেকের পানি দিয়ে গোসল ছাড়াও অন্যান্য সংসারের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেন। এখানে বছরের সব সময়ই পানি খাকে। তবে বর্ষাকালে লেকে থাকে পানিতে পরিপুর্ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস