# যুক্তরাজ্যের সরকারের অর্থায়নে পরিচালিত এবং ম্যাক্স ওয়েল স্টাম্প বৃট্রিস কাউন্সিল ও সেন্টার ফর এফেকটিভ ডিসপিউট রেজুলেশন(সিইডিআর) এর সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত স্টেনদেননিং লিগ্যাল সার্ভিসেস ফর দ্যা মার্জিনালাইজড এসএলএস প্রকল্প কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ২নং মোকারিমপুর ইউনিয়ন পরিষদে কাজ করছে।
প্রকল্পের লক্ষ্যঃ আইনী সেবার মাধ্যমে জনগনের বিশেষত দরিদ্র নারী প্রান্তিক জনগোষ্টী এবং সুবিধা বঞ্চিতদের সামাজিক ন্যায্যতা নিশ্চিত করা।
প্রকল্পে উদ্দ্যেশ্যঃ ১) আইনগত ও মানবধিকার আদায়ে জনগনের সচেতনতা সৃষ্টি।
২) দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্টীর জন্য স্বল্প ব্যয়ে দ্রুত ও ন্যায্য বিচার তরান্বিত করার জন্য গ্রাম আদালত এবং সালিশি পরিষদকে শক্তিশালী করন।
৩) জরুরী সহযোগিতা আইনী সহযোগিতা পাওয়ার জন্য ভুক্তভুগীদেরকে জেলা, উপজেলা ও ইউনিয়ন আইন সহায়তা কমিটির সাথে যোগাযোগ স্থাপন।
৪) স্থানীয় বিচার ব্যবস্থা তরান্বিত করার জন্য প্রকল্প কর্মীদের স্বক্ষমতা বৃদ্ধি।
প্রকল্প বাস্তবায়ন করার জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়ঃ যেমন-ত্রৈমাসিক লোকমর্চা সভা, উঠান সভা, সংবেদনশীল সভা, শেয়ারিং সভা, লবিং সভা, পথনাটক ইত্যাদি..............
২০১৫ এবং ২০১৬ ইং সালের মোকারিমপুর ইউনিয়ন গ্রাম আদালত ও সালিশী পরিষদের মামলার সংখ্যা-৩১ টি। সকল মামলা বাস্তবায়িত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস