কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের প্রসিদ্ধ গোলাপনগর বাজারের পূর্ব দিকে অবস্থিত। গোলাপনগর বাজার থেকে মাত্র এক কিলোমিটার পূর্ব দিকে পদ্মা নদীর তীরে মাজারটি অবস্থিত। এটি সোলাইমান শাহ মাজার নামে পরিচিত। প্রতি বাংলা বছরের হিসারে চৈত্য মাসের ২৭,২৮,২৯ এই তিন দিন ঔরশ মোবারক অনুষ্ঠিত হয়। এ সময় এখানে লক্ষ লক্ষ পীর ভক্ত জামায়েত হয়।